UNIVERSITY OF NORTH BENGAL
সাল ১৯৬২। রাজ্য পেল আরও একটি নতুন বিশ্ববিদ্যালয় – উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মধ্যেই ৮ ফেব্রুয়ারি, ১৯৬৫ বাংলা বিভাগ তার পথ চলা শুরু করে। মূল উদ্দেশ্য বিদ্যায়তনিক ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা। বাংলা ভাষা-সাহিত্যের বিপুল ভান্ডার শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। এই বিভাগ মান্য ভাষা শিক্ষার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ভাষা ও সাহিত্যের পাঠকে গুরুত্ব দিয়ে থাকে। ভাষা ও সাহিত্যকেন্দ্রিক গবেষণাকে সর্বদা অনুপ্রেরণা দেয়।
বিগত ৫৫ বছর ধরে বাংলা বিভাগ অত্যন্ত দায়িত্ব সহকারে তার যাবতীয় কর্তব্য পালন করে চলেছে। মাত্র দু’জন শিক্ষক এবং তেরো জন শিক্ষার্থী নিয়ে এই বিভাগের পঠন-পাঠন শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে যেমন বেড়েছে তার শিক্ষার্থীর সংখ্যা, তেমনই রাজ্যের নানা প্রান্ত থেকে পাঠদান করতে এসেছেন অধ্যাপকবৃন্দ। প্রস্ফুটিত হয়েছে গবেষণার নানা অভিমুখ। নিয়মিত জাতীয় ও আন্তর্জাতিক স্তরের আলোচনাচক্র আয়োজন করা হয়েছে। শিল্প-সাহিত্যের গুণীজনেরা নানা সময়ে সংযুক্ত হয়েছেন বিভাগের সঙ্গে।
সাল ২০১৩। বাংলা বিভাগের আর একটি নতুন শাখা খোলা হয় জলপাইগুড়িতে (উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস)। দূরদূরান্ত থেকে আসা ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে এই নতুন শাখা। মাত্র সাত বছরে একাধিক আন্তর্জাতিক আলোচনাচক্র ও বিশেষ বক্তৃতামালার আয়োজন করা হয়েছে সাফল্যের সঙ্গে।
বর্তমানে প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জালিক মাধ্যমকে যথাযথভাবে প্রয়োগ করে গবেষণা ও পাঠদান প্রক্রিয়াকে প্রসারিত করে চলেছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতকে সুনিশ্চিত করতে সদা তৎপর থেকেছে এই বিভাগ।
এই পাঠ্যক্রমের লক্ষ্য সাহিত্য অধ্যয়ন, বক্তৃতা, সমালোচনা ও নানাবিধ অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে নিপুণতা অর্জন। বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা বাংলা ভাষা-সাহিত্য বিষয়ে সুগভীর দক্ষতা অর্জন করবে।
ডাউনলোড পাঠ্যক্রম বর্তমান আসন
স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরে এই কোর্সে ভর্তি হওয়া যায়। দু’বছরের এই কোর্সে প্রথম এক বছর ছাত্ররা গবেষণা পদ্ধতি, সাহিত্য সমালোচনা পদ্ধতি, সাহিত্য আন্দোলন প্রভৃতি সম্পর্কে বিস্তৃতভাবে জানার সুযোগ পায়। এবং পরবর্তী এক বছরে তারা মৌলিক কোনো বিষয়ে গবেষণার কাজ করে থাকে। পিএইচডি-তে অনুপ্রবেশের পূর্ববর্তী স্তর হিসেবে পরিচিত।
পিএইচডি কোর্সে নিবন্ধীকরণের আগে ছয় মাসের বাধ্যতামূলক কোর্স। নেট, সেট বা গবেষণা যোগ্যতা পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা হয়। গবেষণামূলক নীতিবোধ ও প্রযুক্তির পাঠ দেওয়া হয়। কোনো একটি বিষয় নিয়ে গবেষণার কাজ সঠিকভাবে সম্পন্ন করার যাবতীয় পাঠ এই কোর্সে প্রদান করা হয়।
ডাউনলোড পাঠ্যক্রম
Open to ALL students
Restricted to NBU students
Note for restricted seats :
Note for open seats :
a state-of-the-art learning environment
an exhaustive source of knowledge resources
center for language research and studies
collection of bengali & sanskrit manuscripts
সহায়ক কর্মী
অধ্যাপক মধ্যযুগীয় সাহিত্য
(বিভাগীয় প্রধান)
অধ্যাপক উপন্যাস এবং ছোট গল্প
লিয়েন
অধ্যাপক নাটক এবং আধুনিক সাহিত্য
সহকারী অধ্যাপক ভাষাবিজ্ঞান, সাহিত্যতত্ত্ব, বাংলা উপন্যাস
সহকারী অধ্যাপক ভাষাতত্ত্ব ও ভাষাবিজ্ঞান, বাংলা এবং নেপালি ছোটোগল্প
সহকারী অধ্যাপক উপন্যাস ও ছোটোগল্প
সহকারী অধ্যাপক মধ্যযুগের বাংলা সাহিত্য
সহকারী অধ্যাপক নাটক ও আধুনিক বাংলা সাহিত্য
সহকারী অধ্যাপক উনিশ শতক ও আধুনিক বাংলা সাহিত্য
বিভাগীয় প্রধান
অধ্যাপক
[email protected] +91 9434467040
locate us @ google map